Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্থানান্তরের প্রতিবাদে সোনাতলায় মানববন্ধন


দৈনিক পরিবার | বিকাশ স্বর্নকার মার্চ ১৪, ২০২৫, ১২:১০ এএম জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্থানান্তরের প্রতিবাদে সোনাতলায় মানববন্ধন

বগুড়ার সোনাতলায় জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কুট পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়। বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশন এর পক্ষে সোনাতলা উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচিতে উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা, কর্মচারীরা সহ সেবা গ্রহিতারা অংশগ্রহণ করেন। 
এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কর্মকর্তা আলামিন, ডাটা এন্ট্রি আব্দুল আহাদ, হেলাল উদ্দিন, স্ক্যানিং শাজাহান আলী, ইমতিয়াজ, রাশেদ মিয়া, জিয়াবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন রনি আকন্দ, সুকুমার সূত্রধর, পাকুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সলিমুদ্দিন, সহকারী শিক্ষক স্বপন সাহা প্রমুখ।

Side banner