Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সোনাতলায় বিভিন্ন মার্কেটে পুলিশি টহল জোরদার


দৈনিক পরিবার | বিকাশ স্বর্নকার, সোনাতলা, বগুড়া  মার্চ ১৯, ২০২৫, ০৭:৩৬ পিএম সোনাতলায় বিভিন্ন মার্কেটে পুলিশি টহল জোরদার

বগুড়ার সোনাতলায় থানা-পুলিশের টহল জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আর ক’দিন পর মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে জনগণের জানমালের নিরাপত্তার কথা ভেবে বিভিন্ন ভাগে পুলিশের টহল দল উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে টহলদারি বৃদ্ধি করেছে। 
তারই ধারাবাহিকতায় বুধবার (১৯ মার্চ) সোনাতলার পৌর শহরের বিভিন্ন জুয়েলার্স (স্বর্নের)  দোকানীদের সাথে থানা-পুলিশের টহল দল গিয়ে খোঁজখবর নিতে দেখা গেছে। 
সোনাতলা থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ আব্দুল খালেক বলেন, প্রতি বছরই বিশেষ করে পবিত্র ঈদুল ফিতরের আগ মুহূর্ত হাট-বাজার এবং পৌর শহরের বিভিন্ন মার্কেট গুলোতে বিভিন্ন গ্রাম থেকে জনসাধারণ পরিবার পরিজন নিয়ে ঈদ উপলক্ষে কেনাকাটা করতে আসে। এসময় সুযোগ বুঝে পকেটমাররা সহ বিভিন্ন ধান্দাবাজরা নানা ধরনের কৌশল খাটিয়ে ক্রেতাদের পকেট ফাঁকা করে ফেলে। যে কারণে আমদের টহল টিম বিভিন্ন জুয়েলার্সে গিয়ে দোকানদার এবং ব্যাংকে গিয়ে কর্মকর্তাদের এবং জনসাধারণের সাথে কথা বলে তাদের সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। সেই সাথে যে যে স্থানে জনসাধারণ বেশি সে সে জায়গায় বাড়তি নজরদারি রাখা হয়েছে। যাতে করে কেনাকাটা করতে আসা কাউকে প্রতারিত না হতে হয়। সে লক্ষ্যে আমাদের নজরদারি ঈদ পর্যন্ত চলবে। 
স্বর্ণের কারিগর বিজয় স্বর্নকার সহ দোকানীরা জানান, পুলিশের এ ধরনের জনসচেতনতামুলক কর্মকাণ্ড দেখে আমরা রীতিমতো খুশি। এতে করে দুষ্কৃতিকারী এবং ধান্দাবাজরা অপকর্ম করতে ভয় পাবে বলে তারা মনে করেন। 
ঈদে স্ব-পরিবার নিয়ে কেনাকাটা করতে আসা মধুপুরের মো. জামাল উদ্দিন বলেন, মার্কেট ঘুরে ঘুরে কিনতে হচ্ছে তবে পুলিশের টহলদারি দেখে শান্তি পেলাম। এতে করে অপরাধীদের অপতৎপরতা কিছুটা হলেও কমবে বলে জানান তিনি।

Side banner