বাগেরহাটের রামপালে রাজনগর ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষ থেকে মিনি পাইপ লাইনের শুভ উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়ার আয়োজনে উপজেলা রাজনগর ইউনিয়নে বড় দূর্গাপুর ৬০টি পরিবারের মাঝে মিনি পাইপ লাইন শুভ উদ্বোধন ও হস্তান্তর করা হয়।
মিনি পাইপ লাইনর শুভ উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিনি পাইপ লাইন উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইমরান হোসেন।
এই সময় অতিথিবৃন্দ বলেন, পূর্বে, নিরাপদ পানীয় এবং পরিষ্কার পানির অভাবের কারণে সম্প্রদায়টি প্রতিদিনের চ্যালেঞ্জের মুখোমুখি হত। এই মিনি পাইপলাইন স্থাপনের মাধ্যমে, পরিবারগুলি এখন পরিষ্কার পানি সহজে পাবে যা স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করবে এবং সামগ্রিক স্বাস্থ্যবিধি এবং সুস্থতা উন্নত করবে।
এই উদ্যোগটি স্বাস্থ্যকর, নিরাপদ সম্প্রদায় নিশ্চিত করবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাই মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড় দূর্গাপুর ওয়াটার পয়েন্ট ম্যাজেমেন্ট কমিটির উপদেষ্টা শ্রী রামপ্রসাদ রায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এরিয়া প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল। এসময় উপস্থিত ছিলেন মিঃ তিমথী চক্রবর্তী, নান্টু জোয়াদার,প্রতিষ্ঠানের সকল প্রোগ্রাম অফিসার্স এবং শিশু সুরক্ষা বিষয়ক কর্মকর্তারা ।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে রাজনগর ইউনিয়নে ওয়াটার ট্যাংক ৪৯টি, সোলার প্যানেল ১১৭টি,জরাবৎরং ঙংসড়ংরং ৬টি, বন্ধু চুলা ২৬১টি প্রদান করা হয়েছে। পানির মিনি পাইপ লাইন পেয়ে এলাকাবাসী খুশি হন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ জানান।
আপনার মতামত লিখুন :