Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২

গাংনীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত


দৈনিক পরিবার | মাহাবুল ইসলাম অক্টোবর ২, ২০২৫, ০৮:০৯ পিএম গাংনীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় মহাজন (৩২) নামের এক হার্ডওয়্যার সামগ্রী ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পোড়াপাড়া গ্রামের হঠাৎপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহাজন মেহেরপুর শহরের পুলিশ লাইনপাড়ার টুকু হোসেনের ছেলে।
নিহতের বন্ধু সুজন, উজ্জল ও চাচাতো ভাই আমজাদ হোসেন জানান, মহাজন দীর্ঘদিন ধরে পলিথিন, গ্রীস, গিয়ার অয়েল, মবিলসহ বিভিন্ন হার্ডওয়্যার সামগ্রীর পাইকারি ও খুচরা ব্যবসা করে আসছিলেন। তিনি মেহেরপুর-চুয়াডাঙ্গা অঞ্চলের বিভিন্ন বাজারে মালামাল সরবরাহ ও বিক্রি করতেন। প্রতিদিনের মতো বুধবার সকালেও তিনি বাড়ি থেকে বের হয়ে গাংনী উপজেলার বিভিন্ন বাজার এলাকায় মালামাল বিক্রি করেন। পরে রাত সাড়ে ৭টার দিকে নিজেই আলমসাধু গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে পোড়াপাড়া গ্রামের হঠাৎপাড়া এলাকায় পৌঁছালে দুর্ঘটনায় পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা জানান, ঠিক কীভাবে এবং কিসের সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনার পর পথচারীরা গাংনী থানা পুলিশ ও নিহতের পরিবারকে খবর দেন। পরে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Side banner