Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২

গাংনীতে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত নবজাতকের মৃত্যু


দৈনিক পরিবার | মাহাবুল ইসলাম অক্টোবর ২, ২০২৫, ০৮:১৭ পিএম গাংনীতে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত নবজাতকের মৃত্যু

মেহেরপুরের গাংনীর পুরাতন মটমুড়া এলাকার বাঁশবাগান থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত কন্যা  নবজাতকটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার পুরাতন মটমুড়ার একটি বাঁশ বাগানে কান্নাকাটি করা অবস্থায় অজ্ঞাত এক কন্যা সন্তানকে উদ্ধার করে এলাকাবাসী। পরে সেখান থেকে তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। তারপর চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
আনসার সদস্য ইমরান হোসেন বলেন, মঙ্গলবার যখন শিশুটি জীবিত অবস্থায় উদ্ধার হয় তখন আমাকে জানালে এলাকাবাসীর সহযোগিতায় আমি নিজের কোলে করে কন্যা শিশুটিকে হাসপাতালে নিয়ে যাই। গতকাল বুধবার দিবাগত রাত ২:৩০মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিল এটা ভাবতে আমার ভেতর কেঁদে উঠছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মটমুড়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আয়েজ উদ্দিন বলেন, উপজেলার পুরাতন মটমুড়ার একটি বাঁশ বাগান থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নবজাতকটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মেহেরপুর জেনারেল  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে শিশুটির জানাযা কোথায় হবে এখনো জানা যায়নি। যেহেতু বাচ্চাটি ৯ নং ওয়ার্ডে পাওয়া গেছে তাই প্রশাসনকে অনুরোধ করব তাকে যেন ৯নং নম্বর ওয়ার্ডেই জানাযা শেষে দাফন করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনোয়ার হোসেন জানান, মটমুড়া ইউনিয়ন পরিষদের যারা দায়িত্বে আছেন তাদের সাথে আলোচনা করে কোথায় জানাজা করা যায় সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।
উল্লেখ্য: গত মঙ্গলবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার পুরাতন মটমুড়া এলাকার একটি বাঁশবাগানে কান্নাকাটি করা অবস্থায় এক অজ্ঞাত নবজাতক শিশু কন্যাকে উদ্ধার করে এলাকাবাসী। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।

Side banner