“স্মাট বাংলাদেশ গড়তে হলে গণতন্ত্রের মানষকন্যা জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই, বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ৬ (বাঞ্ছারামপুর) আসনে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডাক্তার এ কে মাহবুবুল হক (অবঃ)।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী, দড়িকান্দি, ছলিমাবাদ ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগ সহ দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন তিনি। এ সময় তৃণমূল নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের ব্যাপক উপস্থিতি ও সমর্থন পান। তার গণসংযোগে সাধারণ মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডাক্তার এ কে মাহবুবুল হক (অবঃ) বাজারের ব্যবসায়ী ও জন সাধারণের সাথে কুশল বিনিময় করে নৌকা প্রতীকে ভোট চেয়ে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে স্মাট বাংলাদেশ গড়ার আহবান জানান
তিনি বলেন, কারও একার পক্ষে নৌকার বিজয় নিশ্চিত করা সম্ভব নয়। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব ধরনের ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। কারণ শেখ হাসিনার সরকার, জনবান্ধব সরকার; আওয়ামী লীগ সরকার, বারবার দরকার, শেখ হাসিনার সরকার, শতবার দরকার।
ডাক্তার মাহবুবুল হক বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর গৃহহীনদের জন্য জমিসহ পাকা ঘর নির্মাণ করে দেয়া হয়েছে, সারাদেশে মডেল মসজিদ করে দিয়েছেন। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মমিনুল ইসলাম মাখন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাবেক চেয়ারম্যান রোস্তম আলম, সোনারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো. আক্তার হোসেন, পাহাড়িয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণত সম্পাদক মীর তাজুল ইসলাম দোলন, উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক মেম্বার মো. আল আমিন, বাঞ্ছারামপুর উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছগির আহমেদ খান, সোনারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাজাহান মেম্বার, মানবাধিকার কর্মী আরিফুল ইসলাম মাসুম, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সদস্য মো. সাইফুল ইসলাম সাজ্জাদ। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগ সহ দলীয় নেতাকর্মীরা এই গণসংযোগে অংশ গ্রহণ করে।
আপনার মতামত লিখুন :