Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
কুমিল্লা-১ আসনে

মনোনয়নপত্র জমা দিলেন ইঞ্জিনিয়ার আব্দুস সবুর


দৈনিক পরিবার | দাউদকান্দি প্রতিনিধি নভেম্বর ২৯, ২০২৩, ০৭:১৭ পিএম মনোনয়নপত্র জমা দিলেন ইঞ্জিনিয়ার আব্দুস সবুর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুমিল্লা-১ (দাউদকান্দি - তিতাস) আসনে মনোনয়ন জমা দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে দাউদকান্দি উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়ন জমা দেওয়া হয়।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে সমবেত হয় উপজেলা চত্বরে। নেতাকর্মীদের মধ্যে দেখা যায় বিপুল উৎসাহ উদ্দীপনা। তারা নৌকা শ্লোগানে মুখরিত করে রাখে পুরো উপজেলা চত্ত্বর।
মনোনয়ন জমাদানের পর এক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার সবুর বলেন, নৌকা উন্নয়নের মার্কা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের নির্বাচনে নৌকা প্রতিককে আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি সভাপতি ডক্টর আব্দুল মান্নান জয়, বশির মিয়াজী, সাংস্কৃতিক সম্পাদক পারুল আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি এস সুমন সরকার সহ জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা।
পরে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে ইঞ্জিনিয়ার আব্দুর সবুরের পক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল মনোনয়ন পত্রের মূলকপি জমা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা রতন শিকদার, কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল বাশার।

 

Side banner