প্রতি বছরের ন্যায় উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্যামগ্রাম ইউনিয়নের ইউনিক মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে ইউনিক ইংরেজি সেরা ২০ ও ইউনিক গণিত সেরা ২০ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
সকাল ১০টা থেকে বেলা ১২টা এবং দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুই শিফটে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিক মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক সবুজ মাহমুদ, উপাধ্যক্ষ তন্ময় কুমার দাস, রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর দেবনাথ, শিক্ষক নেতা মীর আলী আহমেদ মনির, শ্যামগ্রাম দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছিয়া বেগম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, অভিভাবকবৃন্দ ও সুধীজন।
ইউনিক মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক সবুজ মাহমুদ বলেন, শিশুদের মেধা বিকাশে প্রতিবছরই ইউনিক মডেল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। শিক্ষার্থীদের কাছে মেধাবৃত্তি একটি আকর্ষণীয় শিক্ষার কর্মসূচি হিসেবে গণ্য হয়েছে।
এদিকে বৃত্তি পরীক্ষা উপলক্ষে জল্লী ইউনিক মডেল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়।
আপনার মতামত লিখুন :