দক্ষিণ বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা তিনদিনের ভারী বৃষ্টিতে মনিরামপুর উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। অনেক এলাকায় দেখা দিয়েছে বন্যার।
উপজেলার কুশারী কোন ও বাজিতপুর গ্রামের প্রায় শতাধিক ঘরবাড়ির উঠানে ৯ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত পানি। ফলে এই দুই গ্রামের মানুষের জীবনযাত্রা চরম দুর্ভোগে পড়েছে।
মনোহরপুর ভায়া মনিরামপুর সড়কের কোনাকোলা বাজারের উত্তর পাশে বাজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন রাস্তায় উপর দিয়ে পানির স্রোত প্রবাহিত হয়ে জেয়ালদার বিলে প্রবেশ করেছে। ফলে শতশত মৎস্য ঘের তলিয়ে গেছে। রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়াই স্কুলগামী ছেলে মেয়েদের স্কুলে যেতে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।
আপনার মতামত লিখুন :