ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলা প্রতিযোগ বিশ্ব ২০২৩ এর ফলাফল প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মার্চ) সকাল ১০টায় বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ফলাফল প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। স্কুলের ৮৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রথমবারের মতো ব্যতিক্রমী এ আয়োজন সুধিমহলে প্রশংসিত হয়েছে।
বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মো. দুধ মিয়া বিএসসি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের ৮৯ ব্যাচের সোহেইল মুশফিক ও সাংবাদিক ফয়সল আহমেদ খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৮৯ ব্যাচের শিক্ষার্থী প্রকৌশলী কাজী দীন মুহম্মদ বকুল।
দুটি ক্যাটাগরিতে ভাগ করে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৬ষ্ঠ থেকে ৮ম জুনিয়র এবং ৯ম থেকে ১০ম শ্রেণি সিনিয়র ক্যাটাগরির হিসেবে ২ ভাগে ভাগ করে পুরস্কার দেয়া হয়।
১০৩ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উভয় ক্যাটাগরিতে ১৯ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে বই, কলম ও সনদপত্র প্রদান করা হয়। ষষ্ঠ-অস্টম শ্রেণি জুনিয়র ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে প্রথম (যুগ্মভাবে) ফাহমিদা হক (অস্টম শ্রেণি) ও নাফিছা রহমান তাহা (ষষ্ঠ শ্রেণি), দ্বিতীয় হয়েছে মো. তাহিন সরকার (সপ্তম শ্রেণি), তৃতীয় বুশরা (সপ্তম শ্রেণি), চতুর্থ (যুগ্মভাবে) মো. মোয়াজ্জেম হোসেন (অস্টম শ্রেণি), প্রান্ত দেবনাথ (অস্টম শ্রেণি), পঞ্চম (যুগ্মভাবে) মো. আশিকুর রহমান (সপ্তম শ্রেণি), আদ্রিকা ইফরান রুকু (সপ্তম শ্রেণি)।
নবম-দশম শ্রেণি সিনিয়র ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে প্রথম (যুগ্মভাবে) অর্নব হাসান অনীক (নবম শ্রেণি) ও প্রিয়ন্তী রঞ্জন দাস শশী (নবম শ্রেণি), দ্বিতীয় এ কে এম তাহমিদ (দশম শ্রেণি), তৃতীয় (যুগ্মভাবে) নুসরাত জাহান মাফী (নবম শ্রেণি), রিয়াজ উদ্দিন ভুইয়া ইফাত (নবম শ্রেণি), মো. মামুনুর রশীদ সিয়াম (নবম শ্রেণি), ইসরাত জাহান রিতু (নবম শ্রেণি), চতুর্থ (যুগ্মভাবে) মো. জহিরুল ইসলাম (দশম শ্রেণি), তৌহিদুর রহমান (নবম শ্রেণি), পঞ্চম (যুগ্মভাবে) হাসিবুর রহমান (নবম শ্রেণি), মাকছুদুল হাসান তামিম (নবম শ্রেণি)।
আপনার মতামত লিখুন :