চলতি বছরের এসএসসি পরীক্ষায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ইসলামপুর উচ্চ বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থীও পাস করেনি। কুমিল্লা শিক্ষাবোর্ডে এটিই একমাত্র শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম ঘোষিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
ফলাফল বিবরণীতে দেখা গেছে, নাঙ্গলকোট উপজেলার ইসলামপুর উচ্চ বিদ্যালয় থেকে ৩৪ জন ফরম পূরণ করেছিল। তাদের মধ্যে ৩২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এই ৩২ জন সবগুলো বিষয়ে পরীক্ষা দিলেও কেউই পাস করতে পারেনি।
এ বিষয়ে জানতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ্ স্বপনের মোবাইলে ফোন করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইউনুছ বলেন, এবার আমরা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিয়েছি। হতে পারে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থীই নকলের ওপর নির্ভরশীল ছিল। আবার হতে পারে সহজ বিষয়গুলোও তারা ভালোভাবে আয়ত্ত করতে পারেনি। এ বিষয়টি নিয়ে আমরা কাজ করব।
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম বলেন, পুরো বোর্ডে একটিমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ অকৃতকার্য হয়েছে। আমরা ফলাফল বিবরণী পর্যবেক্ষণ করে দেখব শিক্ষার্থীরা সব বিষয়ে পরীক্ষা দিয়েছিল কি না। পরবর্তীতে ওই প্রতিষ্ঠানের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। কুমিল্লা শিক্ষাবোর্ডে এ বছরের পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। এ বছর মোট ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী কুমিল্লা বোর্ড থেকে পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৮ দশমিক ০১, মানবিকে ৪৬ দশমিক ৭৭ এবং বাণিজ্য বিভাগে ৫৩ দশমিক ৯২ শতাংশ। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে আছে।
আপনার মতামত লিখুন :