Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষকদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | অরুপ দেব, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি নভেম্বর ১০, ২০২৪, ১২:১৩ পিএম নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষকদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর আয়োজনে বার্ষিক সাধারণ সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মাহবুবুর রহমান শাহীনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সুরুজ্জান। বিদায়ী শিক্ষকদের উদ্দেশ্যে এবং সমিতির বিভিন্ন উন্নয়নে পরামর্শ মূলক বক্তব্য রাখেন সাবেক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, বিদায়ী শিক্ষক হাসিমউদ্দিম, নুর ইসলাম, সামেদুল ইসলাম প্রমুখ। 
সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান বার্ষিক অডিট রিপোর্ট উপস্থাপন করেন এবং সমিতির সার্বিক বিষয় তুলে ধরেন। 
অনুষ্ঠানে ৩৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপদেষ্ঠা হিসেবে উপস্থিত ছিলেন, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও ৪ শতাধিক শিক্ষকদের উপস্থিতিতে ১৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে বিদায়ী সম্মাননা তুলে দেয়া হয়। 
উল্লেখ্য বরাবরই নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ শিক্ষক আন্দোলন সহ শিক্ষকদের জন্য অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। 

Side banner