লক্ষ্মীপুরের প্রাইভেট স্কুল সমূহের সংগঠন ওয়েলফেয়ার এসোসিয়েশনে (ওয়ামী) বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে জেলার ১৮টি কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ হাজার শিক্ষার্থী অংশ নেয়।
সরেজমিনে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, উৎসব মুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বাইরে ভীড় করছেন অভিভাবকরা। এমন আয়োজনে খুশি তারা।
অভিভাবকরা বলেন, সরকারিভাবে কোনো বোর্ড পরীক্ষা না থাকায় বেসরকারি এ বৃত্তি পরীক্ষাই শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের অন্যতম মাধ্যম। এতে শিক্ষার্থীদের পরীক্ষা ভীতি দূর হয় এবং প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়। এ ধরনের আয়োজনে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
ওয়ামীর জেলা সেক্রেটারি হাবিবুর রহমান সবুজ বলেন, ২০০৬সাল থেকে ওয়ামী লক্ষ্মীপুর জেলাব্যাপী বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। প্রতি বছরই এর পরিধি বাড়ছে। এ বছর ৮ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এছাড়া এ বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা যাচাই করতে পারছে। পাশাপাশি প্রাইভেট প্রতিষ্ঠান সমূহের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতার মাধ্যমে এই বৃত্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়েছে।
এছাড়াও আগামী ১১ই জানুয়ারি এই বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত করা হবে।
আপনার মতামত লিখুন :