Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

পারিবারিক ছবিতে শুভেচ্ছা জানালেন রুনা খান


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক নভেম্বর ২৫, ২০২৫, ১১:৪৬ এএম পারিবারিক ছবিতে শুভেচ্ছা জানালেন রুনা খান

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। নিজের অনবদ্য অভিনয় দক্ষতা দিয়ে যেমন দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। এবার স্বামী এষণ ওয়াহিদের জন্মদিন উপলক্ষে একগুচ্ছ পারিবারিক ছবি শেয়ার করে ভালোবাসা আর খুনসুটিতে ভরা এক বার্তা দিলেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী ও মেয়ে রাজেশ্বরীর সঙ্গে তোলা একগুচ্ছ ছবি শেয়ার করেছেন রুনা। স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রুনা খান লিখেছেন, ‘শুধুমাত্র তোমাকে আমি মনে করি আমার জীবনে “আশীর্বাদ”। জীবনের বাদবাকি আর সবই আমি সর্বোচ্চ শ্রম দিয়ে অর্জন করেছি, এমনকি মেয়েও।’
মেয়ের সঙ্গে নিজের খুনসুটির প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘মেয়ের সাথে যখন আমার কাইজ্জা (ঝগড়া) লাগে, তখনও তুমি সবসময় আমার দলে থাকবা। আগে আমি, মনে থাকে যেন। শুভ জন্মদিন আমার ঘর-দোর-জানালা-জীবন।’ পোস্টের শেষে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
রুনার এই পোস্টটি মুহূর্তেই ভক্তদের নজর কেড়েছে। মন্তব্যের ঘরে অনুরাগী ও সহকর্মীরা এষণ ওয়াহিদকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই দম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য, টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে রুনা খানের কর্মজীবন শুরু হয়। তিনি ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন।
এছাড়া তিনি গহীন ‘বালুচর’ ও ‘ছিটকিনি’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। ছিটকিনি ছবিতে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।

Side banner