Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

একা হয়ে গেলেন পরিমণি


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক নভেম্বর ২৪, ২০২৩, ০২:৩৭ পিএম একা হয়ে গেলেন পরিমণি

একা হয়ে গেছেন নায়িকা পরিমণি। তার নানা মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিনগত রাত ২টা ১১ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শুক্রবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে পরিমণির নানার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। পাশাপাশি সবার কাছে নায়িকার নানার জন্য দোয়াও চেয়েছেন এই নির্মাতা।
চয়নিকা চৌধুরী ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আমাদের শ্রদ্ধেয় নানাভাই...পরীমণির প্রিয় নানুভাই রাত ২টা ১১ মিনিটে ২৪ নভেম্বর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় সবাইকে কাঁদিয়ে আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন।
সবাইকে পরী ও তাঁর নানাভাইয়ের জন্য প্রার্থনার আহ্বান জানিয়ে এই নির্মাতা আরও লেখেন, আজাদ মসজিদে গোসল করানোর পর ভোর ৪টায় পরী মণি নানাভাইকে নিয়ে এখন তার নিজ গ্রামের পথে। সেখানেই নানীর পাশে নানুভাইকে শায়িত করা হবে। সবাই পরী ও তাঁর নানাভাইয়ের জন্য প্রার্থনা করবেন। যেন পরপারে তিনি শান্তিতে থাকেন। পরী যেন সহ্য শক্তি পায়।
সবশেষ তিনি লেখেন, আহা! নানুভাই আপনাকে কোনোদিন ভুলব না। আমার দেখা আপনি অসাধারণ সুশিক্ষিত একজন মানবিক মানুষ। আপনার ভালোবাসা অমলিন। শ্রদ্ধা আর ভালোবাসা।
শুক্রবার ভোর ৪টায় পরী মণি তাঁর নানাকে নিয়ে এখন নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানেই নানীর পাশেই অভিনেত্রীর নানাকে শায়িত করা হবে।

Side banner