আশরাফুল আলম ওরফে হিরো আলম এখন পর্যন্ত বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন। নানা কারণে সব সময় আলোচনা সমালোচনায় থাকেন। বলিউডেও তেমন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন রাখি সাওয়ান্ত। এবার তাদের দুজনকে একসঙ্গে দেখা যাবে বলিউডের সিনেমায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানিয়েছেন হিরো আলম। এই সিনেমায় অর্থ বিনিয়োগ করবেন দুবাই প্রবাসী বিতর্কিত ব্যবসায়ী আরাভ খান। বর্তমানে হিরো আলম সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। সেখানে আরাভ খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করেছেন। এরপরই হিরো আলমকে দেখা গেল রাখি সাওয়ান্তের সঙ্গে।
দুবাই থেকে হিরো আলম বললেন, আমি বলিউডে কাজ করতে যাচ্ছি। আমার সঙ্গে রাখি সাওয়ান্ত কাজ করবেন। ছবিটা প্রযোজনা করবেন আরাভ খান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হিরো আলমের পাঠানো একটি ভিডিওতে রাখি সাওয়ান্ত ও হিরো আলমকে একসঙ্গে দেখা যায়। যেখানে রাখি চিৎকার করে বলতে থাকেন, দেখো সালমান ভাই, বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি।
একই ভিডিওতে আরাভ খান বলেন, আলমকে নিয়ে আমি বলিউডে সিনেমা বানাব। যত টাকা লাগে আমি দেব। ভারত, দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে শুটিং হবে।
আপনার মতামত লিখুন :