Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

নড়াইল সাজাপ্রাপ্ত আসামি মহিলা গ্রেফতার


দৈনিক পরিবার | উজ্জ্বল রায় মার্চ ২৮, ২০২৪, ০৪:১৭ পিএম নড়াইল সাজাপ্রাপ্ত আসামি মহিলা গ্রেফতার

দ্রুত বিচার আইনের মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হোসনেয়ারা বেগমকে (৪৫) বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামি হোসনেয়ারা বেগম (৪৫) নড়াইল জেলার সদর থানার বাহিরগ্রামের মৃত আফজাল মুন্সির মেয়ে এবং রফিকুল শিকদারের স্ত্রী। বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অপু মিত্র সঙ্গীয় নারী কনস্টেবল লাবিবা ও লিমা মন্ডল সহ অভিযান চালিয়ে নড়াইল জেলার পৌরসভার নতুন বাস টার্মিনালের নিকট থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হোসনেয়ারা বেগমের নামে নড়াইল সদর থানায় দুটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Side banner