Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

নবীনগরে উত্ত্যক্তের দায়ে বখাটের কারাদণ্ড


দৈনিক পরিবার | নবীনগর সংবাদদাতা আগস্ট ২৩, ২০২২, ০৭:৫০ পিএম নবীনগরে উত্ত্যক্তের দায়ে বখাটের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদে এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক বখাটেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন বখাটেকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ' টাকা অর্থদন্ড দেন। দণ্ডপ্রাপ্ত ওই বখাটে হলেন রসুল্লাবাদ গ্রামের বাছির মিয়ার ছেলে সেতু মিয়া (২২)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিদ্যালয়ে আসার পথে রসুল্লাবাদ উলফত আলী খান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করছে এমন সংবাদের ভিত্তিতে বখাটেকে বিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের সহযোগিতা আটক করা হয় এবং সে নিজের অপরাধ স্বীকার করায় তাকে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা করা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Side banner