Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

সোনাতলায় চুরির সন্দেহে আ.লীগের নেতা গ্রেফতার


দৈনিক পরিবার | বিকাশ স্বর্ণকার নভেম্বর ২৮, ২০২৪, ০১:৫৪ পিএম সোনাতলায় চুরির সন্দেহে আ.লীগের নেতা গ্রেফতার

বগুড়ার সোনাতলা উপজেলা আওয়ামী লীগের দুই নেতা সহ চুরির সন্দেহে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার কানুপুর গ্রামের মৃত আব্দুল কাদের আকন্দের ছেলে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা আব্দুল হক আকন্দ বাবু ও আগুনিয়াতাইর এলাকার আশরাফ আলীর ছেলে মতি বাটে।
থানা পুলিশ জানিয়েছেন, বুধবার(২৭ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় তাদের গ্রেফতারে অভিযান চালানো হয়। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বাবুকে বোচারপুকুর এলাকা ও মতি বাটে কে রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত ৫ আগস্ট সারাদেশের ন্যায় সোনাতলায় উপজেলার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাংচুর সহ নাশকতায় জড়িত থাকার দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিএনপির নেতাকর্মীরা।
এদিকে ডালাস কেবল নেটওয়ার্ক এর সত্ত্বাধিকারী ইকবাল আজম ডাবলুর উপজেলা সংলগ্ন বাসা থেকে দুটি মটরসাইকেল চুরি হয়। এসংক্রান্তে গত (১৮ অক্টোবর) ডাবলু বাদি হয়ে সোনাতলা থানায় মামলা দায়ের করেন, যার নং ৪। এরপর বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। পরে উপজেলার মহব্বতের পাড়া থেকে মটরসাইকেল দুটি উদ্ধার করে পুলিশ। তবে মামলায় সন্দেহ ভাজন হিসেবে রায়হান ইসলাম রনিকে গ্রেফতার করে পুলিশ।
পরে আসামিদের পুলিশি পাহারায় তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিনাদুন নবী বলেন, বাবু ও মতিকে অগ্নিসংযোগ ভাংচুর নাশকতা সহ রাজনৈতিক মামলায় ও রনিকে চুরির মামলায় সন্দেহ জনক ভাবে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

Side banner