Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

নেত্রকোণায় এনটিভি‍‍`র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


দৈনিক পরিবার | ইমন রহমান জুলাই ৪, ২০২৪, ০৪:১৪ পিএম নেত্রকোণায় এনটিভি‍‍`র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে জনপ্রিয় স্যাটালাইট টিভি চ্যানেল এনটিভি'র ২২তম প্রতিষ্ঠাবাষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।
পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা কেককাটা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাইফুল্লাহ এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা পুলিশ সুপার ফয়েজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন খন্দকার, নেত্রকোণা প্রেস ক্লাবের সদস্য সচিব এডভোকেট হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, মোখলেসুর রহমান।  এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Side banner

গণমাধ্যম বিভাগের আরো খবর