Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

সাংবাদিক ফজলুল হক ভূঁইয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল 


দৈনিক পরিবার | মোশারফ হোসেন রিয়াদ, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি নভেম্বর ২, ২০২৪, ০৮:৩৮ পিএম সাংবাদিক ফজলুল হক ভূঁইয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল 

নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নান্দাইল প্রেসক্লাবেরর ৪ বারের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মরহুম ফজলুল হক ভূঁইয়া'র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (২ নভেম্বর) বিকাল ৪ টায় নান্দাইল উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের কনফারেন্স রুমে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লিটন। 
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক মিন্টু মিয়ার সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মিজানুর রহমান। 
স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাবু পল্লব রায়, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি রবিউল আলম ফরায়েজী, নান্দাইল মডেল প্রেসক্লাবের সভাপতি আহসান কাদের মাহমুদ, নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সিনিয়র সভাপতি সেলিম ভূঁইয়া, ঘোষপালা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসান মো. এনামুল হক, ধুরুয়া ডিএস দাখিল মাদ্রাসার সুপার মাওলানা তাজুল ইসলাম, মরহুম ফজলুল হক ভূঁইয়া'র ছেলে জিয়া ইবনে হক সহ প্রমুখ। 
স্মরণ সভায় বক্তারা সাংবাদিক ফজলুল হক ভূঁইয়া'র কর্মময় জীবনী সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। 
পরে দোয়া মাহফিল পরিচালনা করেন ঘোষপালা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসান মো. এনামুল হক।

Side banner