Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
প্রতিষ্ঠার ২৭ বছর পূর্ণ 

প্রকাশনার ২৮ বছরে গাইবান্ধার স্থানীয় পত্রিকা দৈনিক জনসংকেত


দৈনিক পরিবার | শাহিন নুরী নভেম্বর ২৬, ২০২৪, ০৮:৪৬ পিএম প্রকাশনার ২৮ বছরে গাইবান্ধার স্থানীয় পত্রিকা দৈনিক জনসংকেত

প্রতিষ্ঠার ২৭ বছর পূর্ণ করে প্রকাশনার ২৮ বছরে গাইবান্ধা স্থানীয় পত্রিকা দৈনিক জনসংকেত।  সোমবার কাচারি বাজার প্রেসক্লাবে গাইবান্ধা ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক জনসংকেত পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। 
সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহীন নূরীর সঞ্চালনায় গাইবান্ধা কাচারী বাজার প্রেসক্লাবের  সভাপতি অমিতাভ দাশ হিমনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: সাদরুল আলম নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  গাইবান্ধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদ কে এম রেজাউল হক। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শুরুতেই জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 
এক মিনিট নীরবতা পালন শেষে অনুষ্ঠানের সূচনায় শুরু হয় কোরআন তেলোয়াত। কোরআন তেলাওয়াত করেন দৈনিক জনসংকেত পত্রিকার নির্বাহী সম্পাদক আলহাজ্ব মমতাজুল হক লিয়াকত। গীতা পাঠ করেন সাপ্তাহিক পলাশবাড়ী পত্রিকার সম্পাদক উত্তম। শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক  দীপক কুমার পাল। 
দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে পত্রিকায় কর্মরত তিনজন নারী সাংবাদিক সহ অন্যান্য সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন। 
অনুষ্ঠানের প্রধান অতিথি  মো: সাদরুল আলম নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, দৈনিক জনসংকেত বিগত ২৭ বছরে জেলায় অনেক গুণী ও ভালোমানের সাংবাদিক সৃষ্টি করে ইতোমধ্যে দেশ ও জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে শুরু করেছে। এটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। 
তিনি তাঁর বক্তব্যে সাংবাদিকদেরকে প্রকৃত সত্য তথ্য-উপাত্ত সমৃদ্ধ সংবাদ সমুহ সাংবাদিকতার নীতিমালা বা বিধি-বিধান মেনে পত্রিকায় প্রকাশ করার পরামর্শ প্রদান করেন। 
তিনি আরো বলেন, গাইবান্ধা জেলার মানুষের জীবনমান উন্নয়নের কথা ভেবে জনসংকেত-এর সাথে সম্পৃক্ত সকল সাংবাদিক ও কলাকুশলীদের আমি ধন্যবাদ জানাই। আমি মনে করি গাইবান্ধার মানুষের জীবনমান তথা জেলার শিক্ষা সংস্কৃতি ও শিল্পের উন্নয়নের কথা চিন্তা করে দৈনিক জনসংকেত কতৃপক্ষ ঝুঁকি নিয়ে পত্রিকা প্রকাশ অব্যাহত রেখেছেন এবং দীর্ঘ ২৭ বছর ধরে পত্রিকা প্রকাশনা চালু রেখেছেন। তাই, আমি এই পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আগামীতে দৈনিক জনসংকেত মানুষের কল্যাণে অনন্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করি। 
আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসুজ্জামান মুনা, সাংবাদিক রেজাউন্নবী রাজু, খালেদ হোসেন, মিলন খন্দকার, প্রফেসর সফিউল ইসলাম, সাংবাদিক জাবেদ, রেজাউল হক মিতা, শাহাজাহান মিঞা, রফিকুল ইসলাম রফিক, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ব্যুরো চীফ শহিদুল ইসলাম আকাশ সহ প্রমুখ। 
আলোচনা শেষে কেক কেটে দৈনিক জনসংকেত পত্রিকা প্রকাশনার ২৮ বছরে প্রথম পত্রিকা প্রধান অতিথি সহ সকল সাংবাদিকের হাতে তুলে দেন সম্পাদক দীপক কুমার পাল।

Side banner