Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

করদাতাদের ব্যাপক সাড়া, ১০ দিনেই লাখ ই-রিটার্ন জমা


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৪, ২০২৫, ১২:৪৩ পিএম করদাতাদের ব্যাপক সাড়া, ১০ দিনেই লাখ ই-রিটার্ন জমা

২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম শুরু হয়েছে গত ৪ আগস্ট। প্রথম ১০ দিনে ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন।
গত বছরের ই-রিটার্ন দাখিলের দৈনিক গড় সংখ্যা গত বছরের দৈনিক গড় সংখ্যার প্রায় ৫ গুণ বলে জানিয়েছে এনবিআর। 
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য ই-রিটার্ন দাখিল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এরপর থেকে মাত্র ১০ দিনের মাথায় প্রায় ১ লাখ করদাতা রিটার্ন দাখিল করেছেন, যা গত বছরের তুলনায় পাঁচ গুণ বেশি। ২০২৪-২৫ কর বছরে অনলাইন রিটার্ন দাখিল শুরু হয়েছিল ৯ সেপ্টেম্বর এবং প্রথম ১০ দিনে রিটার্ন জমা পড়েছিল ২০ হাজার ৫২৩টি।
গত ৩ আগস্ট এক বিশেষ আদেশ জারির মাধ্যমে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ব্যতীত সারাদেশের সব ব্যক্তি শ্রেণির করদাতার অনলাইনে (িি.িবঃধীহনৎ.মড়া.নফ) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। 
পরে ১১ আগস্ট বিশেষ আদেশটি প্রতিস্থাপন করে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকগণকেও অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাদকতা থেকে অব্যাহতি দেওয়া হয়।

Side banner