Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

চুনারুঘাটে সড়কে শুকানাে হচ্ছে ধান-খড়


দৈনিক পরিবার মে ২৪, ২০২২, ০৪:৫৬ পিএম চুনারুঘাটে সড়কে শুকানাে হচ্ছে ধান-খড়

হবিগঞ্জঃ চুনারুঘাটে জমি থেকে ধান কেটে এনে স্তুপ করে রাখা  হচ্ছে  সড়কের  ওপর। পরে  সড়কেই  ধান  মাড়াই  মেশিন  বসিয়ে দেদারছে  চলছে  মাড়াইয়ের  কাজ।  এছাড়া রাস্তা  দখল  করে  শুকানাে  হচ্ছে  ধান  ও  খড়।  এতে  সড়ক  দুর্ঘটনার  আশংকাই  বেশি  থাকে। সিএনজি  চালক  আকবর  হোসেন  বলেন, সড়ক  দুর্ঘটনার  অন্যতম  কারণ  ধান  মাড়াই  ও  খড়  শুকানাে।  

কৃষক  মোতাব্বির  আলী  বলেন, গত কয়েকদিনের  টানা  বর্ষণে  বোরো ধান  ও খড় নষ্ট  হচ্ছে,  মাঠে  পানি  জমাট থাকায়  শুকানো যাচ্ছে  না।  পানি  লেগে থাকলে  ধানের  (গেঁড়া) চলে  আসবে  এবং খড় পঁচে  যাবে।  তাই  রাস্তায় ধান  ও  খড়  শুকানো হচ্ছে।

উপজেলা  নির্বাহী কর্মকর্তা  সিদ্ধার্থ  ভৌমিক বলেন,  সড়কের ওপর  ধান  মাড়াই, ধান ও খড় শুকানােসহ খড়ের  গাদা  তৈরির কারণে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এ বিষয়ে   উপজেলা  প্রশাসনের  অভিযান  পরিচালিত হচ্ছে।

Side banner