Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী


দৈনিক পরিবার | এ মান্নান এপ্রিল ১১, ২০২৪, ০৭:৩৩ পিএম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী

নওগাঁর পোরশা উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নওগাঁ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান, মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, পোরশা উপজেলাবাসীসহ সারাবিশ্বের মুসলমানদের পবিত্র উৎসব ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। সকল শ্রেণী পেশার মানুষ ও বিশ্ব মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এই পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উজ্জেবিত করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যে দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহুর্ত। সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ হানাহানি, জোর জুলুমবাজ থেকে মুক্তি হয়ে ন্যায়, সাম্য ঐক্য, ভ্রাতৃত্ব দয়া সহানুভূতি, মানবতার মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসা পূর্ণ সমাজ। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশির উৎসব। এই আনন্দ উৎসব কখনো একা করা যায় না। এই উৎসব ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। পবিত্র ঈদুল ফিতর আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। তাই সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানো, তাদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দের সাথে এই উৎসব উদযাপন করতে পারে। পোরশা উপজেলাবাসীসহ সবাইকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।

Side banner