Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

ঝিকরগাছায় তরিকুল ইসলামের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


দৈনিক পরিবার | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি নভেম্বর ৪, ২০২৪, ০৭:৪৪ পিএম ঝিকরগাছায় তরিকুল ইসলামের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যশোরের ঝিকরগাছা উপজেলা কৃষকদলের উদ্যোগে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, যশোর উন্নয়নের কারিগর মরহুম তরিকুল ইসলাম এর ৬ষ্ট মৃতুবার্ষিকী উপলক্ষে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) বিকেলে প্রাক্তন মিতালী সিনেমা হলের সামনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন, উপজেলা কৃষকদলের সভাপতি আকবার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন। 
এসময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, পৌর ছাত্রদলের আহবায়ক শামিম রেজা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য সরদার শহিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক রাশিদুল মমিন সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান খান দোলন, সাংগঠনিক সম্পাদক আবু শামা, কৃষকদল নেতা আনিছুর রহমান, মুক্তার আলী, মঞ্জুরুল আলম, মনিরুল ইসলাম, রবিউল ইসলাম রবিসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলের উপজেলা পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
স্মরণসভা শেষে মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন, মোবারকপুর পিরতলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুশফিকুর রহমান রব্বানী।

Side banner