Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১২ চৈত্র ১৪২৯

নড়াইলে হামলাকারীদের শাস্তির দাবি


দৈনিক পরিবার | প্রবীর চৌধুরী রিপন জুলাই ১৮, ২০২২, ১২:২৬ এএম নড়াইলে হামলাকারীদের শাস্তির দাবি

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ আহবায়ক রেজাউর রশীদ খান এক বিবৃতিতে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় হিন্দুদের ঘরবাড়ি-মন্দির-দোকানপাটে হামলা-ভাংচুর-আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি করেছেন। সাম্প্রদায়িক হামলাকারী অপরাধীদের মুখ না দেখে দল না দেখে অবিলম্বে গ্রেফতার ও বিচারের সম্মুখীন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি করেন। তিনি আরও বলেন, একজন ব্যক্তি মুসলিম বা হিন্দু বা বৌদ্ধ বা খ্রীস্টানের ফেসবুক পোস্ট দ্বারা অন্য ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাতের খোড়া যুক্তি তুলে ধর্মীয় উত্তেজনা তৈরি করে উস্কানি দিয়ে একটি বিশেষ সম্প্রদায়ের উপর নির্বিচারে হামলার ঘটনা সংঘবদ্ধ পরিকল্পিত অপরাধ। তারা হিন্দুদের উপর সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে সকল অসাম্প্রদায়িক রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

Side banner