Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

এল ক্লাসিকোর আগে ইয়ামালের ফেরা নিয়ে দুশ্চিন্তায় ফ্লিক


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক অক্টোবর ৬, ২০২৫, ০২:০৫ পিএম এল ক্লাসিকোর আগে ইয়ামালের ফেরা নিয়ে দুশ্চিন্তায় ফ্লিক

অক্টোবরের আন্তর্জাতিক বিরতির আগে গতকাল (৫ অক্টোবর) রাতে নিজেদের শেষ ম্যাচ খেলেছে বার্সেলোনা। সেভিয়ার মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে চোটের কারণে খেলতে পারেননি লামিনে ইয়ামাল। তাকে ছাড়া সেভিয়ার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে বার্সেলোনা। দলে ইয়ামালের ভূমিকা কত গুরুত্বপূর্ণ সেটা বোঝা যায় এখানেই।
আন্তর্জাতিক বিরতির পর আগামী ২৬ অক্টোবর সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচের আগে ইয়ামালের ফেরা নিয়ে দুশ্চিন্তায় দলের কোচ হান্সি ফ্লিক। স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের লড়াইয়ে ইয়ামালকে পাওয়া যাবে কি না, তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না বার্সা কোচ। 
গত সেপ্টেম্বরে স্পেন জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে খেলতে ব্যথানাশক নিতে হয়েছিল ইয়ামালকে। এর ফলে তার কুঁচকির পুরোনো সমস্যা ফিরে আসে। এরপর বার্সেলোনার হয়ে ভ্যালেন্সিয়া, গেতাফে ও রিয়াল ওভিয়েদোর বিপক্ষে লা লিগা এবং নিউক্যাসলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে খেলতে পারেননি তিনি।
কিছুটা সেরে ওঠার পর গত বুধবার চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন ইয়ামাল। তবে মাঠ ছাড়ার সময় তাকে খোঁড়াতে দেখা যায়। এরপর ক্লাব কর্তৃপক্ষ জানায়, ইয়ামালের কুঁচকির চোট আরও বেড়েছে। পুরোপুরি সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ লাগতে পারে। ইয়ামালের বর্তমান শারীরিক পরিস্থিতি বোঝাতে ফ্লিক শুধু দুই শব্দে বলেছেন, ‘ভালো নয়।’
ইয়ামাল কবে ফিরবেন সে সম্পর্কে ফ্লিক বলেন, ‘আমি ওর সঙ্গে কথা বলেছি। অবস্থা ভালো নয়। দুই, তিন বা চার সপ্তাহের মধ্যে সে খেলতে পারবে কি না, এখনই বলা সম্ভব নয়। আমাদের অপেক্ষা করতে হবে। ওর ওয়ার্কলোড ম্যানেজ করতে হবে। আপাতত সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থেকেই অনুশীলন করছে। আগামী কয়েক সপ্তাহ সেখানেই কাটাবে।’

Side banner