Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

লোহাগাড়া সেনা ক্যাম্পের অভিযানে অস্ত্রসহ আটক ১


দৈনিক পরিবার | মো. মিজান আগস্ট ১০, ২০২৫, ০২:৫১ পিএম লোহাগাড়া সেনা ক্যাম্পের অভিযানে অস্ত্রসহ আটক ১

চট্টগ্রামে লোহাগাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে নিজাম সিকদার নামে একজনকে আটক করা হয়েছে। সেই সাথে দেশীয় তৈরী অস্ত্র এলজি ৩টি, ৯ মিঃমিঃ পিস্তল ১টি, এ্যামুনেশন ৪ রাউন্ড, ১৯ পিচ ইয়াবা, রাম দাঃ ৪টি, কার্তুজ ০৫ রাউন্ড ও দেশীয় মদ ৫লিটার উদ্ধার করতে সক্ষম হয় লোহাগাড়া সেনাক্যাম্পের বিশেষ টিম।
রবিবার (১০ আগস্ট) রাতে তাকে আটক করা হয়। আটককৃত আসামি নিজাম সিকদার (৪০) বড়হাতিয়া ইউনিয়নের হরিদাগুনা এলাকার আক্তার কামালের ছেলে। 
ক্যাপ্টেন শাহরিয়া কবির (রূপক) জানান, বিশেষ সূত্রে আমরা খবর পেয়ে কয়েকদিন আমাদের সামরিক গোয়েন্দার নজরে রাখি। পরে আমরা বিশেষ আভিযান পরিচালনা করি এবং আমরা সফল হই। 

Side banner