ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলার উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) বিকালে বাঞ্ছারামপুর পৌরসভায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক উপ কমিটির সদস্য সাইদ আহমেদ বাবু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি।
এসময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম, সায়েদুল ইসলাম ভুঁইয়া বকুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, শ্রম বিষয়ক সম্পাদক মমিনুল হক অপু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।
আপনার মতামত লিখুন :