Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৮ ডিসেম্বর, ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০

নবীনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ


দৈনিক পরিবার | মো. শওকত আলী সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৭:৩১ পিএম নবীনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রসুল্লাবাদ উলফত আলী খান উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মো. আয়নুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পরিচালনা পর্ষদের সভাপতি তানভীর ফরহাদ শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার মো. মনির হোসেন। প্রধান অতিথি শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে তার বক্তব্যে তুলে ধরেন এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে তাদেরকে ধন্যবাদ জানান। এ সময় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Side banner