নওগাঁ জেলার পোরশা উপজেলার সারাইগাছী মোড়ের আড্ডা রোডে ভোর চারটা বিশ মিনিটে একটি ট্রাক উল্টে যায়। সাপাহার লোড পয়েন্ট থেকে ছেড়ে আসা একটি আম বোঝায় ট্রাক নং (ঢাকা মেট্রো ২০-১৪১০) গাড়িটি উল্টে যায়।
সারাইগাছি মোরে আড্ডা রোডের ড্রেন নির্মাণের জন্য রাস্তায় বালি জমা করে রাখার কারণে গাড়িটি দ্রুত স্পিডে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের মধ্যে ঢুকে যায়। এতে মার্কেটের একটি দোকান ঘর ভেঙ্গে যায় এবং অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়।
প্রত্যক্ষদর্শী মো. আবুল হোসেন জানান, গাড়িটি সাপাহার থেকে ছেড়ে আসার সময় দুর্ঘটনার কবলে পড়ে। ভোর হওয়ার কারণে কোন লোকজন না থাকায় কেউ আহত অথবা নিহত হয়নি। ঘটনার পরপরই গাড়ির ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ মো. আতিয়ার রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমাদের অবগত করায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ট্রাকে থাকা মালামাল মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :