Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়

ধামরাইয়ের প্রবেশপত্র দেয়ার নামে টাকা আদায়ের অভিযোগ


দৈনিক পরিবার | ওয়াসিম আকরাম রাজা ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০৮:৫২ পিএম ধামরাইয়ের প্রবেশপত্র দেয়ার নামে টাকা আদায়ের অভিযোগ

ঢাকা জেলার ধামরাই উপজেলার প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন আক্তারের বিরুদ্বে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র দেয়ার নামে মানি রিসিট ছাড়াই অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৫শত টাকা করে নেয়া হয়েছে এমন অভিযোগে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অন্য স্কুল থেকে যারা ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) নিয়ে এসে প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী হিসাবে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে, তাদের কাছে থেকে ১ হাজার টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের বাছট গ্রামের অসহায় দিনমুজুর বাদশা মিয়ার মেয়ে শারমিনে কাছে থেকে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ না করায় তার কাছ থেকে অনৈতিক ভাবে ১৫ হাজার টাকা নেয়া হয়েছে বলেও জানা গেছে। এ ব্যাপারে প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন আক্তারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ করেনি।

Side banner