Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

ড্যাবে হারুন-শাকিল প্যানেলের বড় জয়


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১০, ২০২৫, ০১:২০ পিএম ড্যাবে হারুন-শাকিল প্যানেলের বড় জয়

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল নির্বাচিত হয়েছেন। শনিবার (৯ আগস্ট) অনুষ্ঠিত নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে ডা. হারুন আল রশীদ ১ হাজার ৩৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক পান ১ হাজার ২০২ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে ডা. আবুল কেনান ১ হাজার ৩৩০ ভোট পেয়ে জয়ী হন, যেখানে প্রতিদ্বন্দ্বী ডা. সাইফুদ্দিন নিসার আহমেদ তুষার পান ১ হাজার ২৩৩ ভোট।
মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল ১ হাজার ৪৫৮ ভোটে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. আব্দুস শাকুর খান পান ১ হাজার ৭৯ ভোট।
কোষাধ্যক্ষ পদে ডা. মো. মেহেদী হাসান ১ হাজার ৩১২ ভোটে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ডা. তৌহিদুল ইসলাম জন পান ১ হাজার ২৫৯ ভোট। সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. একেএম খালেকুজ্জামান দিপু ১ হাজার ৩১৬ ভোটে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ডা. আবু মো. আহসান ফিরোজ পান ১ হাজার ২৪৯ ভোট।
নির্বাচনে মোট ৩ হাজার ১১৭ ভোটারের মধ্যে ২ হাজার ৬০০ জন ভোট দেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ফলাফল ঘোষণার পর বিজয়ীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Side banner