Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

থাই ভিসায় উঠে গেল দৈনিক কোটা পদ্ধতি


দৈনিক পরিবার | প্রবাস ডেস্ক মার্চ ১৭, ২০২৫, ১২:১২ এএম থাই ভিসায় উঠে গেল দৈনিক কোটা পদ্ধতি

ভিসা আবেদনের কোটা পদ্ধতি বাতিল করেছে ঢাকার রয়েল থাই দূতাবাস। তবে আবেদনকারীদের থাইল্যান্ড ভ্রমণের অন্তত ৪৫ দিন আগে ভিসার আবেদনের জন্য অনুরোধ করেছে কর্তৃপক্ষ। বুধবার (১২ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে থাই দূতাবাস।
থাই দূতাবাস জানিয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি থেকে কোটার অতিরিক্ত ভিসা আবেদন পরীক্ষামূলকভাবে গ্রহণ করেছে দূতাবাস এবং সেটি সফল হয়েছে। ফলশ্রুতিতে গত রবিবার থেকে দৈনিক ৪০০ ভিসা আবেদন জমা নেয়ার কোটা পদ্ধতি রহিত করা হয়েছে। এর ফলে ভ্রমণ ইচ্ছুকরা সঙ্গে সঙ্গেই ভিসা আবেদন করতে পারবেন এবং ভিসা ফি জমা দিতে পারবেন।
ভিসা আবেদন ফি দূতাবাসের কর্মদিবসে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জমা দেয়া যাবে। তবে সীমাহীন ভিসা আবেদন গ্রহণ করলেও ভিসা দেয়ার সংখ্যা আগের মতোই থাকবে। ফলে আবেদনকারীদের কিছু সময় অপেক্ষা করার অনুরোধ করা হয়েছে।
আবেদনকারীদের ভ্রমণের অন্তত ৪৫ দিন আগে ভিসা আবেদন করার অনুরোধ জানিয়েছে থাই দূতাবাস। আবেদনের সময় পাসপোর্টের মেয়াদ ৬ মাস রয়েছে কিনা সেটি যাচাই করার অনুরোধ করা হয়েছে।
এছাড়াও আবেদন ফর্মের সঙ্গে পাসপোর্টের নাম, নামের বানান, জন্ম তারিখ, পাসপোর্ট নম্বর, লিঙ্গ যেন ভিন্ন না হয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

Side banner