Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১

ত্রিশাল পৌরসভা উপনির্বাচনে আমিনুল ইসলাম বিজয়ী


দৈনিক পরিবার | ময়মনসিংহ প্রতিনিধি মার্চ ৯, ২০২৪, ০৯:২৮ পিএম ত্রিশাল পৌরসভা উপনির্বাচনে আমিনুল ইসলাম বিজয়ী

ত্রিশাল পৌরসভা উপনির্বাচনে মেয়র পদে জয় পেয়েছেন নারকেল গাছ প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান এমপি এবিএম আনিছুজ্জামানের স্ত্রী শামীমা আক্তার জগ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৪৫ ভোট। পৌরসভার নয়টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রের ফলাফলে আমিনুল পেয়েছেন ১০ হাজার ২৮৩ ভোট।
রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, জগ প্রতীকের শামীমা আক্তারের চাইতে ৪ হাজার ৯৪৮ ভোট বেশি পেয়ে মেয়র পদে জয়ী হয়েছেন নারিকেল গাছ প্রতীকের আমিনুল ইসলাম সরকার। অপর প্রার্থী মোবাইল ফোন প্রতীকের নুরুল হুদা শিবলু পেয়েছেন ৮৯৭ ভোট।

Side banner