Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

সকল ধর্মীয় উপাসনালয় রক্ষা করতে হবে: মেয়র জাহাঙ্গীর আলম।


দৈনিক পরিবার | বিকাশ স্বর্ণকার আগস্ট ১০, ২০২৪, ০১:৩৫ পিএম সকল ধর্মীয় উপাসনালয় রক্ষা করতে হবে: মেয়র জাহাঙ্গীর আলম।

বগুড়ার সোনাতলায় পৌর মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু পৌর এলাকার ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে হিন্দু মুসলিম সাধারণ জনগণদের সাথে উঠান বৈঠক করেন।
উঠান বৈঠকগুলোতে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, এই বাংলাদেশ সবার। এ দেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান প্রত্যেকের। নতুন করে শুরু করতে হবে।
তিনি আহ্বান জানান, আসুন আমরা একে অপরকে নিরাপদ রাখি এবং আমাদের দেশের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করি ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে। সকল ধর্মীয় উপাসনালয় রাষ্ট্রীয় সম্পদ আমাদের রক্ষা করতে হবে। এতদিনের আন্দোলন আর রক্তের বিনিময়ে আমরা ধ্বংসযজ্ঞ, সহিংসতা চাই না। ভুলে যাবেন না, ছাত্রদের এই আন্দোলনের নাম ‘বৈষম্যবিরোধী’ আন্দোলন। সব বৈষম্য দূর করে গণতান্ত্রিক ও সাম্যের রাষ্ট্র ব্যবস্থা তৈরির আন্দোলন। আজকে বিজয়ের নামে ধ্বংসযজ্ঞ দেখে মনে হচ্ছে, এই আন্দোলনের শেষ হতে অনেক দেরি। যারা নাগরিকদের সম্পদ ও শিল্প ধ্বংস করছে, যারা মানুষের ওপর সহিংসতা করছে, তাদের বিচারের আওতায় আনা হোক। তাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকুক। বৈঠক গুলোতে উপস্থিত ছিলেন প্রত্যেকটি ওয়ার্ডের মন্দিরের পুরোহিত মসজিদের ইমাম সহ সাধারণ জনগণ।

Side banner