Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ফুলবাড়ীতে শ্রীরামকৃষ্ণ দেবের ১৯০তম জন্ম উৎসব পালিত


দৈনিক পরিবার | প্লাবন শুভ মার্চ ৮, ২০২৫, ০১:১২ এএম ফুলবাড়ীতে শ্রীরামকৃষ্ণ দেবের ১৯০তম জন্ম উৎসব পালিত

দিনাজপুরের ফুলবাড়ীতে রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে শ্রীরামকৃষ্ণ দেবের ১৯০তম বর্ধিত জন্ম উৎসব পালন করা হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে সেবাশ্রম চত্বরে আয়োজিত ধর্মসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দ মহারাজ।
এতে অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক হিরেন্দ্র নাথ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দ মহারাজ।
স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি সঞ্জয় কুমার চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমের উপদেষ্টা অধ্যাপক চিত্তরঞ্জন দাস, উপদেষ্টা ডা. নিরঞ্জন রায় প্রমুখ।
শুরুতে ধর্মীয় পূজা-অর্চনাসহ হোমযজ্ঞ পরিচালনা করেন পুরোহিত সঞ্জীব চক্রবর্তী। সভা শেষে ধর্মীয় সংগীত অনুষ্ঠানসহ প্রসাদ বিতরণ করা হয়।
এতে হিন্দুধর্মাবলম্বী দুই শতাধিক বিভিন্ন বয়সি নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Side banner