Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বেতাগীতে বৃষ্টির প্রত্যাশায় ইস্তিসকার নামাজ আদায়


দৈনিক পরিবার | মো. খায়রুল ইসলাম বিশ্বাস এপ্রিল ২৫, ২০২৪, ০২:১৬ পিএম বেতাগীতে বৃষ্টির প্রত্যাশায় ইস্তিসকার নামাজ আদায়

বরগুনার বেতাগীতে তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির প্রত্যাশায় ইস্তিসকার (সালাতুল ইসতিসকার) নামাজ আদায় করা হয়েছে। নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। এসময় সৃষ্টিকর্তার কাছে নিজেদের পাপের জন্য অনুতপ্ত ও ক্ষমা চেয়ে অঝোরে কেঁদেছেন ইমাম ও মুসল্লিরা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৭.৩০ মিনিটে বেতাগী পৌরশহরের কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে খোলা আকাশের নিচে নামাজ আদায় করেন স্থানীয়রা। এতে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের ধর্মীয় নেতা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, কৃষক ও দিনমজুর সহ সকল শ্রেণি পেশার মানুষ অংশ নেন। আল্লাহর শরণাপন্ন হলে তিনি বিপদ-আপদ, দুঃখকষ্ট, বালা-মুসিবত অবশ্যই দূর করে দেন। দুনিয়ায় আল্লাহর অজস্্র কুদরত ও নিদর্শনের মধ্যে বৃষ্টি এক বিশেষ নিদর্শন। বৃষ্টি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, জমির উর্বরতা বৃদ্ধি করে। বৃষ্টি আল্লাহর খাস রহমতের নিদর্শন। তাই বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয় বলে জানান আয়োজকরা।
নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন বরগুনার গুদীকাটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হযরত মাওলানা মো: ইয়াকুব।
এময় বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমদ, বেতাগী ছালেহিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মোতালেব, বেতাগী মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো: আতিকুর রহমান, বেতাগী উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম খতিব মাওলানা প্রভাষক আ: হাই নেছারি, বেতাগী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জিয়াউল হক, সুশাসনের জন্য নাগরিক বেতাগী উপজেলা কমিটির সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন শামীম সিকদার ও বেতাগী জণকল্যান সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন মুন্না সহ সর্বস্তরের মানুষ অংশ নিয়ে নামাজ আদায় করেন।

Side banner