Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

কুমারখালীতে জন্মাষ্টামী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা


দৈনিক পরিবার | কুমারখালী প্রতিনিধি আগস্ট ২৬, ২০২৪, ০৮:৩৬ পিএম কুমারখালীতে জন্মাষ্টামী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

কুষ্টিয়ার কুমারখালীতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালীবাড়িতে গিয়ে শেষ হয়।
পরে আলোচনা সভায় কুমারখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি নবকুমার দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আমিরুল আরাফাত।
এসময় উপজেলা বিএনপির আহবায়ক লুৎফর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. আফজাল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমান সবুজ সহ অনেকে উপস্থিত ছিলেন। 

Side banner