Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

বাংলাদেশের পর রেকর্ডের পাতায় আফগানিস্তান


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৬, ২০২৫, ০২:১১ পিএম বাংলাদেশের পর রেকর্ডের পাতায় আফগানিস্তান

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশের অন্যতম প্রধান হোম ভেন্যু। বর্তমানে অন্যান্য শহরে তাদের আন্তর্জাতিক ম্যাচ হতে দেখা গেলেও, লম্বা সময় ধরে বেশিরভাগ ম্যাচ হতো মিরপুরে। তারই কল্যাণে টি-টোয়েন্টিতে এক ভেন্যুতে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডটাও টাইগারদের দখলে। এবার আফগানিস্তান তাদের সেই এলিট লিস্টে নাম লিখিয়েছে।
শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ এখন পর্যন্ত ৪৮টি টি-টোয়েন্টি খেলে জিতেছে ২৪টিতে। যা নির্দিষ্ট ভেন্যুতে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর হিসেবে নির্দিষ্ট একটি দলের সর্বোচ্চ জয়ের রেকর্ড। আফগানিস্তান এই তালিকায় দুইয়ে রয়েছে। গতকাল তারা শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ২৯তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে পেয়েছে ২০তম জয়। বিশ্বের দ্বিতীয় পূর্ণ সদস্য দেশ হিসেবে ফরম্যাটটিতে তারা এক ভেন্যুতে ন্যূনতম ২০ ম্যাচে জয় পেল।
এক ভেন্যুতে সর্বোচ্চ টি-টোয়েন্টি জয়
বাংলাদেশ শের-ই বাংলা জাতীয় স্টেডিয়াম ৪৮ ম্যাচে ২৪ জয়
আফগানিস্তান শারজাহ ক্রিকেট স্টেডিয়াম ২৯ ম্যাচে ২০ জয়
পাকিস্তান দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ৩২ ম্যাচে ১৮ জয়
পাকিস্তান লাহোর গাদ্দাফি স্টেডিয়াম ২৬ ম্যাচে ১৬ জয়
দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গ ওয়ান্ডারার্স স্টেডিয়াম ২৬ ম্যাচে ১৪ জয়
পাকিস্তান, স্বাগতিক আরব আমিরাত ও আফগানদের নিয়ে ত্রিদেশীয় সিরিজ চলছে। গতকাল (শুক্রবার) আমিরাতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২০ ওভারে ৪ উইকেটে ১৭০ রান তোলে। জয়ের জন্য স্বাগতিকদের লক্ষ্য ছিল ১৭১ রান, কিন্তু তারা শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৬৬ রানে থেমে যায়। আফগানদের পক্ষে ৩৫ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক ইব্রাহিম জাদরান। তার সঙ্গে ওপেনিংয়ে রহমানউল্লাহ গুরবাজ যোগ করেন ৪০ রান (৩৮ বল)।
উদ্বোধনী জুটিতে ১২ ওভারে ৯৮ রান তুলে ফেলে আফগানিস্তান। এ ছাড়া করিম জানাত ১৪ বলে ২৮ এবং গুলবাদিন নাইব অপরাজিত থাকেন ১৪ বলে ২০ রান নিয়ে। আমিরাতের বাঁ-হাতি স্পিনার হায়দার আলি নেন ২ উইকেট। 
জবাবে আমিরাতের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। তিনি ২৯ বলে ৪৪ রান করেন। পাঁচ নম্বরে নেমে আসিফ খান করেন ২৮ বলে ৪০ রান। আফগানিস্তানের পক্ষে ফারিদ আহমদ মালিক, মুজিব-উর-রহমান, শরফুদ্দিন আশরাফ, নূর আহমদ ও আব্দুল্লাহ আহমদজাই প্রত্যেকে একটি করে উইকেট নেন। আমিরাতই মূলত জয়ের পথে ছিল, কিন্তু ফরিদ আহমেদের শেষ ওভারে তারা ১৭ রানের সমীকরণ মেলাতে পারেনি। হেরেছে ৪ রানে।

Side banner