Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

বড়লেখায় দিগন্ত ফাউন্ডেশন সুজানগরের ত্রাণ সামগ্রী বিতরণ


দৈনিক পরিবার | আশফাক আহমেদ জুন ২৪, ২০২৪, ০৫:১৩ পিএম বড়লেখায় দিগন্ত ফাউন্ডেশন সুজানগরের ত্রাণ সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের বড়লেখায় আগর-আতরের রাজধানী সুজানগর ইউনিয়নের বহির্বিশ্বে থাকা রেমিট্যান্স যোদ্ধাদের সমন্বয়ে আর্তমানবতার সেবায় গঠিত দিগন্ত ফাউন্ডেশনের অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ জুন) সুজানগর ইউনিয়নের বন্যা কবলিত উত্তর বাঘমারা, নাজির খাঁ, ভাড্ডা, ভুলারকান্দি, সালদিগা, বাবনের চক, উত্তর সুজানগর এলাকায় ৩০০ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিতি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক দুই দুই বারের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ছাবির আহমেদ, উপদেষ্টা ও সাবেক দুই দুই বারের ইউপি চেয়ারম্যান নছিব আলী, উপদেষ্টা বদরুল ইসলাম, উপদেষ্টা আব্দুল খালিক বাবুল, ভূমিদাতা সদস্য তাজ উদ্দিন শেখ ও জুসেফ হাসান, সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহকারী অর্থ সম্পাদক মুতিবুল ইসলাম মুবেল, প্রচার সম্পাদক আশফাক আহমেদ, কাতার উপশাখা কমিটির প্রচার সম্পাদক আলা উদ্দিন, কুতুব উদ্দিন, লোকমান আহমদ, আব্দুল আউয়াল, মো. সেলিম উদ্দিন, উমেদ আলী, আমির হোসেন প্রমুখ।
ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, প্রথম ধাপে তাদের এই ত্রাণ সামগ্রী বিতরণ পরবর্তীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে তাদের আরও বিভিন্ন ধাপে ত্রাণ কার্যক্রম আব্যাহত থাকবে।

Side banner