Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

সরকারি ছুটির দিনেও সচল সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল


দৈনিক পরিবার | রাজ রোস্তম আলী সেপ্টেম্বর ১৬, ২০২৪, ০৫:২৫ পিএম সরকারি ছুটির দিনেও সচল সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল

শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় সরকারি ছুটির দিনেও অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন চলছে। গত কয়েকদিনের শ্রমিক বিক্ষোভের জেরে উৎপাদন ব্যহত হওয়ায় তা পুষিয়ে নিতেই এসব কারখানা চালু রাখা হয়েছে। কাজে যোগ দিতে পেরে শ্রমিকরাও বেশ খুশি।
সোমবার (১৬ সেপ্টেম্বর) শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়া ঘুরে এ চিত্র দেখা গেছে।
জানা গেছে, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীতে সরকারি অফিস, আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা রয়েছে শিল্পাঞ্চলের অধিকাংশ শিল্প কারখানা। টানা শ্রমিক বিক্ষোভের মুখে ক্ষতি সামাল দিতেই এ উদ্যোগ বলে জানাচ্ছেন কারখানা কর্তৃপক্ষ।শিল্প পুলিশ জানায়, শিল্প পুলিশ-১ আওতাধীন ১৮৬৩ শিল্প কারখানার মধ্যে ১৪০০ কারখানা আজ চালু রয়েছে। বাকিগুলোর মধ্যে কিছু রয়েছে সরকারি ছুটি আবার কিছু কারখানা রয়েছে অনির্দিষ্টকালের বন্ধ।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় কয়টি কারখানা আজ বন্ধ রয়েছে তা আজ বলা যাচ্ছে না। কারণ কেউ বন্ধ করেছেন সরকারি ছুটি হিসেবে কোনটা আবার আন্দোলনের মুখে। তবে শিল্পাঞ্চলের পুরো এলাকা পরিবেশ এখন শান্ত।

Side banner