Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সোনাতলায় রশিদুল ভ্যারাইটি ষ্টোরে চুরি


দৈনিক পরিবার | বিকাশ স্বর্নকার সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:৪১ পিএম সোনাতলায় রশিদুল ভ্যারাইটি ষ্টোরে চুরি

বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের আড়িয়াঘাট বাজারে রশিদুল ভ্যারাইটি ষ্টোর নামের একটি মুদি দোকানে চুরি সংঘটিত হয়েছে। রশিদুল ভ্যারাইটি ষ্টোরের স্বত্বাধিকারী উপজেলার চর বিশ্বনাথপুরের মৃত জিল্লু আকন্দের ছেলে রশিদুল ইসলাম।
স্থানীয়রা জানান, সম্প্রতি আশপাশের এলাকায় চোরের উপদ্রপ বেড়ে গেছে।
রশিদুল ইসলাম জানান, আমার মুদি দোকানে খাদ্য জাতীয় বিভিন্ন ধরনের সামগ্রী খুচরা ও পাইকারী বিক্রি করি। গত বৃহস্পতিবার দিনভর দোকানে বেচাকেনা করে প্রতিদিনের ন্যায় রাত ১১টায় আমি সহ দোকানের লোকজন বাড়ি চলে যাই। তবে পরেরদিন শুক্রবার সকালে এসে দেখি দোকান ঘরের চালের টিন কেটে চোরেরা দোকানের ভিতর ঢুকে মালামাল চুরি করে নিয়ে গেছে। তিনি আরো বলেন, চোরেরা ২লাখ ৫০হাজার টাকার বিভিন্ন রকমের সিগারেট, ক্যাশ বাক্সে থাকা ৩ লাখ ৫০ হাজার টাকা, ৪০ হাজার টাকার বিভিন্ন কোম্পানির মিনিট কার্ড ও ৫০ হাজার টাকার সয়াবিন তেল সহ বিভিন্ন রকমের তেল চুরি হয়েছে। এতে করে তার প্রায় ৭ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে শুক্রবার সন্ধ্যায় রশিদুল ইসলাম থানায় লিখিত অভিযোগ করেছেন।
বিষয়টি জানতে মুঠোফোনে সোনাতলা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা কে ফোন করলেও ফোনটি ধরেননি।

Side banner