Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দেবহাটায় স্মৃতি ভূমিতে আন্তর্জাতিক নজরুল সম্মেলনের সমাপনী


দৈনিক পরিবার | ইব্রাহীম হোসেন এপ্রিল ২৭, ২০২৪, ০৯:২০ পিএম দেবহাটায় স্মৃতি ভূমিতে আন্তর্জাতিক নজরুল সম্মেলনের সমাপনী

দেবহাটার টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে নজরুল স্মৃতি ভূমিতে আন্তর্জাতিক নজরুল সম্মেলন-২৪ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে সাতক্ষীরা অগ্নিবীণার আয়োজনে নজরুল স্মৃতি ভূমিতে এ সমাপনি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল ফজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের মুর্শিদাবাদের নজরুল গবেষক জয়নুল আবেদীন।
প্রধান আলোচক ছিলেন নজরুল গবেষক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ ঢাকার এইচএম সিরাজ। সম্মানিত আলোচক ছিলেন পুলিশ সুপার কমান্ড্যন্ট সাতক্ষীরা বেলায়েত হোসেন। অগ্নিবীণার সাতক্ষীরার সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সবুজের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অগ্নিবীণা সাতক্ষীরার সভাপতি প্রাণ কৃষ্ণ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্নিবীণার রাজশাহী বিভাগীয় সংসদের আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
অন্যান্যদের উপস্থিত ছিলেন দেবহাটা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) নূরুস সালাম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম, সমাজসেবক ও নারী অধিকার উন্নয়ন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক রফিকুল ইসলাম, বাংলাদেশ বেতারের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক সঞ্জিব কুমার ব্যানার্জী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক ও ছাত্র-ছাত্রী সহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশন করেন নজরুল সংগীত পরিবেশনায় অগ্নিবীনার শিল্পীবৃন্দ ও দেবহাটার স্থানীয় শিল্পীবৃন্দ।

Side banner