Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

পূর্ণিমার রায়ে জিততে পারেন ১৫ লাখ টাকা!


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক মে ১০, ২০২৫, ১২:২৯ পিএম পূর্ণিমার রায়ে জিততে পারেন ১৫ লাখ টাকা!

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। নব্বই দশক থেকে শুরু করে এখনও অবধি ভক্তদের মাঝে অভিনেত্রীর দর্শকপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। তার লাস্যময়ী রুপে যেন বুঁদ হয়ে আছেন সবাই। একসময় নিয়মিত রুপালি পর্দায় দর্শকদের মাতিয়েছেন, এখন তাকে সেভাবে আর দেখা যায় না। এবার ভিন্ন ভূমিকায় ফিরছেন পূর্ণিমা। অর্থাৎ একটি কুকিং রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে দেখা যাবে তাকে। বিচারক হিসেবে তার সঙ্গে আরো থাকবেন নাঈম আশরাফ ও রাহিমা সুলতানা রীতা।
দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে জনপ্রিয় কুকিং রিয়েলিটি শো। সারা দেশ থেকে অডিশনের মাধ্যমে বাছাইকৃত সেরা ২০ জন প্রতিযোগীকে নিয়ে চলছে স্টুডিও রাউন্ড।
এই রাউন্ডে প্রতিযোগীদের রান্নার দক্ষতা ছাড়াও মূল্যায়ন করা হচ্ছে পরিবেশনা, উপস্থাপনা, বাচনভঙ্গি, ব্যক্তিত্ব, বিক্রয় কৌশল, নেতৃত্ব, খাবারের ব্যবসা পরিচালনার ক্ষমতা এবং বিভিন্ন পরিস্থিতিতে তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও দক্ষতা প্রয়োগের সক্ষমতা। এসব গুণের ভিত্তিতেই নির্বাচিত হবেন নতুন সিজনের বিজয়ী।

Side banner