Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

তাজিকিস্তানে ভারতের নয়া রাষ্ট্রদূত যুগ্ম সচিব রাজেশ উই


দৈনিক পরিবার | ভারত প্রতিনিধি নভেম্বর ১১, ২০২৩, ০২:২৩ পিএম তাজিকিস্তানে ভারতের নয়া রাষ্ট্রদূত যুগ্ম সচিব রাজেশ উই

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাজেশ উইকে তাজিকিস্তানে তাদের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি শীঘ্রই তার নতুন কর্মস্থলের দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক বিজ্ঞপ্তিতে সম্প্রতি একথা বলা হয়েছে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মজীবনে তিনি ২০১৫-২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশের ঢাকায় ভারতীয় হাইকমিশনে কাউন্সিলর (রাজনৈতিক ও তথ্য) এবং ২০১৯-২০২০ সাল পর্যন্ত ভিয়েতনামের হ্যানয়ে ভারতীয় দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশন হিসেবে দায়িত্ব পালন করেন।  
ভারতের ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা রাজেশ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) দিল্লি থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন এবং ২০০৬ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগদান করেছেন।

 

Side banner