Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২
ট্রাইব্যুনালের ‘না’

শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে জেড আই খান পান্নার আবেদন


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১২, ২০২৫, ০১:৪২ পিএম শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে জেড আই খান পান্নার আবেদন

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন করেছেন আইনজীবী জেড আই খান পান্না। 
মঙ্গলবার এই আবেদন করেন তিনি। যদিও ট্রাইব্যুনাল তার আবেদন আমলে নেননি। ট্রাইব্যুনাল জানিয়েছেন, এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয়।
শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিয়েছে। মামলার এ পর্যায়ে এসে পলাতক আসামির পক্ষে নতুন করে আইনজীবী নিয়োগের সুযোগ নেই।
জেড আই খান পান্নার আবেদনটি আদালতে তোলেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহার।

Side banner