Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪, ১ বৈশাখ ১৪৩১

বরিশাল প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া অনুষ্ঠিত


দৈনিক পরিবার | জামাল কাড়াল মার্চ ৩১, ২০২৪, ০৪:৪৫ পিএম বরিশাল প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া অনুষ্ঠিত

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে ‘স্বজন স্মরণ ও ইফতার’ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) বাদ আসর প্রেসক্লাবের সভা কক্ষে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এ যাবৎকালে মৃত্যুবরণ করা প্রেসক্লাবে সকল সদস্য এবং সহযোগী সদস্যদের স্বজনরা অংশগ্রহণ এবং স্মৃতিচারণ করেন।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাব সদস্য ও সময় টিভির ব্যুরো প্রধান অপূর্ব অপু।
এসময় প্রয়াতদের স্মৃতিচারণ করেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুননেসা বেগম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, নজরুল ইসলাম চুন্নু, তপন চক্রবর্তী, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক এম জহিরসহ ক্লাবের সদস্য এবং প্রয়াত সদস্যদের স্বজনরা।
পরে প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত এবং শান্তি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়

Side banner