Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

দীঘিনালায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম জন্মদিন পালন


দৈনিক পরিবার | মো. নাসির উদ্দীন জুন ৬, ২০২৪, ০৭:৪৫ পিএম দীঘিনালায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম জন্মদিন পালন

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় নানা উৎসাহ, উদ্দীপনা ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) সকাল সাড়ে ১১টায় দীঘিনালা প্রেসক্লাব‘র অস্থায়ী কার্যালয়ে দীঘিনালা প্রতিনিধি ও ফেন্ড সার্কেল এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম জন্মদিনের কেক কাটেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. কাশেম, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুর রশীদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, সাধারন সম্পাদক মো: জাকির হোসেন, উপজেলা আনসার ভিডিপি অফিসার শাহ মোফাচ্ছের, দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি রিপন সরকার, বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব সূফী, সিনিয়র সদস্য উজ্জ্বল চৌধুরী, মো: সোহেল রানা, নুর হোসেন, আল-আমিন, যায়যায়দিনের দীঘিনালা প্রতিনিধি এম মহাসিন মিয়া প্রমূখ
দৈনিক যায়যায়দিনের ১৯তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, যায়যায়দিন পত্রিকা প্রতিষ্ঠালগ্ন থেকেই পাঠক মহলে সারা জাগিয়েছে। যেকোনো পরিস্থিতিতে পত্রিকাটি জনগণের আস্থা অর্জনে সর্বদা কাজ করবে বলে তাঁদের বিশ্বাস। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দৈনিক যায়যায়দিন আরও এগিয়ে যাবে বলে মনে করেন তাঁরা।

Side banner